রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেত্রী আফসান আরা বিন্দুর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৮

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু প্রকাশ করেছেন, তার সংসার ভেঙে গেছে। মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি জানান, তার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে ২০২২ সালে।

বিন্দু জানান, তিনি ২০১৪ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনের মাধ্যমে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তবে ২০১৭ সাল থেকেই তিনি স্বামী থেকে আলাদা থাকেন। তিনি বলেন, “আলাদা হওয়ার জন্য অনেক কারণ থাকতে পারে, আবার অনেক সময় কোনো বড় কারণও থাকে না। আমি চাই না, বিচ্ছেদের কারণ ব্যাখ্যা দিয়ে উনাকে কোনো বিব্রতকর জায়গায় ফেলি।”

আফসান আরা বিন্দু বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে দেরি করার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, “অনেকে এখনও দ্বিধাগ্রস্ত, ভাবেন আমি বিবাহিত। তবে আমি বিবাহিত নই।”

তিনি আরও জানান, বিয়ে হওয়ার পর থেকেই মিডিয়া এবং অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন। “কোনো চাপ ছিল না, আমি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দিয়েছিলাম। সংসারে থাকলে আমি আন্তরিকভাবে সময় দিতে চাই। এ কারণে মিডিয়ায় দেখা যেত না।”

বিন্দু ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন। বড় পর্দায় তার অভিষেক ঘটে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’ সিনেমাসহ অসংখ্য জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেছেন। ২০২২ সালে ‘উনিশ২০’ সিনেমায় অভিনয় করেন, তবে নিয়মিত নয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top