নেটফ্লিক্সে সর্বকালের শীর্ষ ১০ বলিউড সিনেমা, শীর্ষে ‘জওয়ান'
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৫:১৮
ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখা এখন দর্শকদের জন্য ঘরে বসে বিনোদনের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। টিকিট লাইনে দাঁড়ানোর দিনগুলো অতীত, অথচ প্রেক্ষাগৃহে মুক্তির পরও দর্শকের আগ্রহ কমেনি। বরং ওটিটির কল্যাণে সিনেমাগুলো আরও বেশি দর্শককে আকর্ষণ করছে।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে দেখা যাচ্ছে, নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত কিছু বলিউড সিনেমা বিশ্বব্যাপী বিপুল দর্শকসংখ্যা অর্জন করেছে। শীর্ষে অবস্থান করছে শাহরুখ খানের ব্লকবাস্টার ‘জওয়ান’ (এক্সটেন্ডেড কাট), যা ৩৩.৭ মিলিয়ন ভিউতে প্ল্যাটফর্মের সেরা চলচ্চিত্র হিসেবে স্থান করে নিয়েছে।
এরপর ‘অ্যানিমেল’ (৩১.৪ মিলিয়ন) এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (৩১.১৪ মিলিয়ন) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ (৩১.১ মিলিয়ন) চমকপ্রদ সংযোজন হিসেবে তালিকায় উঠে এসেছে।
অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ক্রু’ (২৮.৮ মিলিয়ন), ‘ফাইটার’ (২৭.৫ মিলিয়ন), ‘জান জান’ (২.৪২ কোটি), ‘শয়তান’ (২.৪ কোটি), ‘ডার্লিংস’ (২৩.৪ মিলিয়ন) এবং ‘ভুল ভুলাইয়া ২’ (২১.৬ মিলিয়ন)।
এই তালিকা প্রমাণ করছে, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমার জনপ্রিয়তা কেবল বাড়ছে। দর্শকরা এখন প্রেক্ষাগৃহ ছাড়াই ঘরে বসে বড় বাজেটের ব্লকবাস্টার থেকে শুরু করে ছোট প্রযোজিত হৃদয়স্পর্শী সিনেমা পর্যন্ত উপভোগ করতে পারছেন।
সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।