মা হলেন এমা স্টোন
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক: | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০১:০১

সংগৃহীত
স্পাইডার ম্যান খ্যাত হলিউড অভিনেত্রী “এমা স্টোন” মা হলেন প্রথম সন্তানের। খুশির জোয়ারে ভাসছেন তার স্বামী ডেভ ও তিনি।
গেল ১৩ মার্চ লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন এমা স্টোন। মা হতে যাচ্ছেন বলে নিজেই খবর দিয়েছিলেন তিনি। সেই সপ্তাহেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে এমার বেবি বাম্পের ছবিও। বন্ধুদের সঙ্গে লস অ্যাঞ্জেলসে কালো টপ আর জিনসে লেন্সবন্দি হয়েছিলেন অভিনেত্রী।
এই প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম এমা স্টোন। এমা এবং তার স্বামী ডেভের প্রথম দেখা ২০১৬ সালে। স্যাটার ডে নাইট লাইভ হোস্ট করছিলেন এমা, আর সেই শো’য়ের লেখক ছিল ডেভ ম্যাককারি। দু-বছর পর এমাকে প্রেম প্রস্তাব দেন ডেভ।
এর আগে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ কো-স্টার অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন এমা। ২০১৫ সালে ভেঙে যায় পাঁচ বছরের সেই সম্পর্ক। এরপর যখন একাকীত্বে ভুগছিলেন তখনই জীবনে আসে ডেভ। পরিচয় থেকে প্রণয় এবং আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন ২০১৯ সালের ডিসেম্বরে। পরের বছর হয় বিয়ে। আর বছর ঘুরতে না ঘুরতেই প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।