শখের মোটরবাইক বেচলেন হর্ষবর্ধন
Nusrat Jahan Ananna | প্রকাশিত: ২ মে ২০২১, ১৯:৩২
                                        ভারতে করোনা মহামারি বেশ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন রেকর্ড হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে বেড ও অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এই অবস্থায় অনেকেই সাহায্যের হাত বাড়াচ্ছেন।
হর্ষবর্ধন রানের একটি শখের মোটরবাইক রয়েছে। প্রায়ই সেটি নিয়ে ঘুরতে বের হন। কিন্তু অক্সিজেন কনসেনট্রেটর জোগাতে এবার সেই মোটরবাইকটিই বেচে দিলেন তিনি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই অভিনেতা লিখেছেন, ‘অক্সিজেন কনসেনট্রেটরের পরিবর্তে আমার বাইকের মায়া ত্যাগ করলাম। অক্সিজেন কনসেনট্রেটরগুলো পৌঁছে যাবে করোনা আক্রান্তদের কাছে। দয়াকরে হায়দরাবাদে কোথায় ভালো অক্সিজেন কনসেনট্রেটর পাওয়া যাবে সেটির খোঁজ দিয়ে আমাকে সাহায্য করুন।’
করোনা আক্রান্ত দুস্থ রোগীদের জন্য অক্সিজেন কনসেনট্রেটর জোগাতে এগিয়ে এসেছেন তেলেগু সিনেমার অভিনেতা হর্ষবর্ধন রানে। বলিউডের ‘সনম তেরি কসম’, ‘পল্টন’, ‘তায়েশ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার ঝুলিতেও কয়েকটি সিনেমার কাজ রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।