"ব্যাচ ২০০৩" এ নতুন রূপে সজল
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২১, ২২:০৭
                                        প্রায় দুই যুগ ধরে রোমান্টিক হিরোর আমেজ নিয়ে কাজ করে যাচ্ছেন অভিনেতা সজল। তার অনেক বিজ্ঞাপন পেয়েছে তুমুল জনপ্রিয়তা। অনেক নাটকই দর্শকের মনে দাগ কেটেছে।
তবে সিনেমায় তিনি অনিয়মিত বরাবরই। সম্প্রতি সেখানেই মনোনিবেশ করেছেন। কাজ করেছেন 'জ্বিন' নামের একটি সিনেমা। এটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আরও কথা চলছে বড় পর্দায় কাজের। তার ভিড়ে অনলাইন প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে সজল অভিনীত ওয়েব ফিল্ম ' “ব্যাচ ২০০৩”। মুক্তির পর থেকেই এটি বেশ সাড়া ফেলেছে।
ছবিটির গল্প, সংলাপ ও নির্মাণের মুন্সিয়ানায় খুব সহজেই মুগ্ধতা ছড়ায়। তবে আলাদা করে ভাবায় অভিনেতা সজলের অভিনয়। নিজের অভিজ্ঞতার ঝাঁপি খুলে দিয়েছেন তিনি এ সিনেমায়। পার্থ সরকারের পরিচালনায় থ্রিলার গল্পের এই সিনেমায় সজলের সঙ্গে অভিনয় করেছেন তাসনুভা তিশা, নওশাবা, শিপন প্রমুখ। এখন পর্যন্ত দেশে অনেক থ্রিলার গল্পেই সিনেমা নির্মিত হয়েছে। সেদিক থেকে ‘ব্যাচ ২০০৩’ যেন এক অন্যরকম বার্তা নিয়ে এসেছে দর্শকদের জন্য।
রোমান্টিক নায়কের আমেজ ভেঙে এখানে মন্দ চরিত্রে দেখা দিলেন অভিনেতা সজল। রোমান্টিক ইমেজের বাইরেও যে তিনি অনবদ্য এই ছবিতে তিনি যেন সেটাই প্রমাণ করলেন। এখানে তার অভিনয় প্রশংসা পাচ্ছে৷
স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে একটা শব্দ বেশ প্রচলিত রয়েছে, সেটা হলো ‘র্যাগিং/বুলিং’। র্যাগিংয়ের কারণে বিভিন্ন সময়েই অনেক ছাত্র-ছাত্রী কিংবা বন্ধুকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। কোন কোনো সময় সেটির মাত্রা অনেক বেশি-ই ছাড়িয়ে গিয়েছে যা অনেকের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক এরকমই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ব্যাচ ২০০৩’ সিনেমা। গল্পের পরতে পরতে রয়েছে সাসপেন্স। আগে থেকে বোঝার উপায় নেই কী হতে যাচ্ছে।
এ সাইকো থ্রিলারটি বিঞ্জে উন্মুক্ত হয়েছে গেল ৮ এপ্রিল। প্রশংসার স্রোতে ভাসা সজল এখানে কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, 'ব্যতিক্রম কাজ সবসময়ই দর্শকের মনে দাগ কেটেছে। 'ব্যাচ ২০০৩' আবার তার প্রমাণ দিলো। তাছাড়া কষ্টের ফলটা মিষ্টিই হয়৷ অনেক পরিশ্রম করেছি নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে৷ এমন চরিত্রে কাজ করিনি আগে৷ তাই চেষ্টা ছিলো বৈচিত্র্যময় এ কাজটিকে সঠিকভাবে উপস্থাপনের৷ হয়তো কিছুটা হলেও তা পেরেছি। এত এত প্রশংসা তার প্রমাণ।'
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সজল র্যাগিং/বুলিং সাইকো থ্রিলার

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।