বিদায় নিলেন একাত্তরের কণ্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২১, ০৭:২৬

বিদায় নিলেন একাত্তরের কণ্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সুরকার অনুপ ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান, অনুপ ভট্টাচার্যের ভাইঝি পুষ্পিতা ভট্টাচার্য।

পুষ্পিতা জানান, “তিনি ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। বাসায় আজ হঠাৎ করেই নিস্তেজ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, তিনি আর নেই।” তিনি আরো বলেন, একাত্তরের এ কণ্ঠযোদ্ধার শেষকৃত্যের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি; রাতে তার মরদেহ হিমঘরে রাখা হবে।

এছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া বৈশাখী মেঘের কাছে ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি জনপ্রিয়তা পেয়েছে।

১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্যের জন্ম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলোসহ বেশ কয়েকটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি। মৃত্যুকালে অনুপ ভট্টাচার্যের বয়স হয়েছিল ৭৬ বছর।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top