দুস্থদের জন্য হাসপাতাল তৈরি করছেন পলক মুচ্চাল
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২১, ১৮:৪৯
                                        করোনা মহমারির এই সময়ে এগিয়ে আসছেন ভারতের তারকারা। কেউ এগিয়ে আসছেন অক্সিজেনের ব্যবস্থা নিয়ে, কেউ আসছেন শয্যার বন্দোবস্ত করে, চিকিৎসার খরচ বহন করে। সরকারের সাহায্য ছাড়াই নিজেদের মতো যে যা পারছেন করছেন। এবার দুস্থদের পাশে দাঁড়ালেন বলিউড প্লেব্যাক গায়িকা পলক মুচ্চাল।
নিজ উদ্যোগে দুস্থদের জন্য হাসপাতাল তৈরি করছেন তিনি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘হাসপাতাল তৈরির বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এখানে যাদের সামর্থ্য নেই তারা বিনা টাকায় চিকিৎসা নিতে পারবেন। কনস্ট্রাকশন কাজ পরবর্তী ধাপে পৌঁছেছে সকলের আশীর্বাদ প্রয়োজন।’
মানুষের কল্যাণে সব সময় পাশে থাকার চেষ্টা করেন এই গায়িকা। একাধিক শিশুর চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন। বিভিন্ন শোয়ে পারফর্ম করে সেই পারিশ্রমিক দুস্থদের দান করেছেন। এছাড়া বিভিন্ন সময় অসহায়দের সাহায্যের জন্য মঞ্চে গান গেয়েছেন তিনি।
‘এক থা টাইগার’, ‘আশিকি টু’, ‘আর রাজকুমার’, ‘জয় হো’, ‘কিক’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার গানের কণ্ঠ দিয়েছেন পলক। পাশাপাশি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও তাকে দেখা গেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।