রোদের সঙ্গে থাকতে পারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ১৯:১৫
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও রোদের দেখা মেলার সম্ভাবনা আছে। তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের পর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ড. আবুল কালাম মল্লিক জানান, আজ সকালে ঢাকার বিভিন্ন স্থানের আকাশে মেঘ দেখা যাচ্ছে। তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের পর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের বেশিরভাগ সময়ে রোদের দেখা মিলতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে, ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয় দিনাজপুরে ৫৩ মিলিমিটার।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।