বর্ষার বিদায়: কেটে গেছে বন্যার শংকা

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২১, ০১:১৬

ভরা বর্ষায় এবার বন্যার প্রভাব কম

দেখতে দেখতে শেষ হয়ে আসছে বর্ষাকাল। বাংলা সাল অনুসারে দু’দিন পরেই শুরু হচ্ছে শরৎকাল। অন্যান্য বছরের তুলনায় এবার বাংলাদেশের উজানে হিমালয়ের পাদদেশিয় এলাকায় ভারী বর্ষণ হয়েছে কম। তাই উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে এবার বন্যাও হয়নি তেমন।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘ মেয়াদী পূর্বাভাস অনুযায়ি ইতোমধ্যে ভারী বর্ষণের সময় কেটে গেছে। উজানে বড় কোন বৃষ্টির খবর নেই। তাই এ বছর আর ভয়াবহ  বন্যা সম্ভাবনা নেই।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ি, ভরা বর্ষায় বিপদ সীমার নিচে ছিল বেশিরভাগ নদ-নদীর পানি। তিস্তা এবং উত্তর-পূর্বের সিলেট অঞ্চলে কয়েকটি নদীর পানি আকষ্মিক বাড়লেও তা ৪৮ ঘন্টার মধ্যে নিচে নেমে যায়।

বাংলাদেশে বন্যার মূল কারণ যমুনা-ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি। এমন তখনই হয়, যখন আসামে টানা কয়েকদিন বৃষ্টি হয়। এবার তা হয়নি এবং বর্ষাকাল শেষ হয়ে আসায় আর তেমন সম্ভাবনা নেই। বলা যায়, এ বছরের মত ভয়াবহ বা দীর্ঘ মেয়াদী বন্যার আশংকা কেটে গেছে।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top