তাপমাত্রা আরও কমবে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ০০:৫৩
২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের আগমনে ধীরে ধীরে তাপমাত্রা কমবে বলে জানানো হয়।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রবিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান তিনি।
এর আগে শনিবার (৩০ অক্টোবর) উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (৩১ অক্টোবর) সকালে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: আবহাওয়া অধিদপ্তর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।