দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজার থেকে | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ২১:৩৩

ফাইল ছবি

চায়ের রাজধানীখ্যাত সিলেটের শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপটে কিছুটা ব্যাহত হয়ে পড়েছে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা। বিপাকে পড়ছে চা কর্মীরা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মো. আব্দুল আলিম নিউজফ্ল্যাশ৭১ কে এ তথ্য নিশ্চিত করে জানান, দেশের সর্বনিম্ন তালিকায় শ্রীমঙ্গলের পরের অবস্থানে থাকা দুটি অঞ্চল হচ্ছে কুড়িগ্রামের রাজারহাটে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পরিসংখ্যানে দেখা যায়, একদিন আগেও দুটি তারিখে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল। ২৩ এবং ২৪ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে যথাক্রমে ৯.০ ডিগ্রি সেলসিয়াস এবং ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, এই অবস্থা আরও ২/১ বিরাজ করতে পারে। আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় উত্তরের হাওয়ার শীতল বাতাস বেশি অনুভূত হচ্ছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top