আষাঢ়ের বৃষ্টি কমবে শনিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জুন ২০২১, ২২:০৩

আষাঢ়ের বৃষ্টি কমবে শনিবার

দেশের সব বিভাগে শুক্রবার (১৮ জুন) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারি বৃষ্টিও হতে পারে।

শুক্রবার (১৮ জুন) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আজকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ২৪ ঘণ্টার পরের ৩ দিনে (শনি, রবি ও সোম) বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে ১০৫ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৮ মিলিমিটার।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top