বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গ্রিসে ভূমিকম্পে নিহত ১, আহত ৯

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০২:১৮

গ্রিসে ভূমিকম্পে নিহত ১, আহত ৯

গ্রিসের ক্রিট দ্বীপে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে আহত হয়েছে আরও ৯ জন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীস এবং তুরস্ক উভয়ই ফল্ট লাইনের ওপর আছে। এই দুই দেশে ভূমিকম্প সাধারণ বিষয়।

ভূমিকম্পে আর্কালোচোরি শহরে একটি গির্জার গম্বুজ সংস্কারের কাজ করার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তীব্র কম্পনের কারণে আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top