দুর্নীতির অভিযোগে অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১৮:৫৬

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ পদত্যাগ করেছেন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরুর পর জোট সরকার বাঁচাতে পদত্যাগ করেন তিনি। রবিবার (১০ অক্টোবর)সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৯ অক্টোবর) পদত্যাগ করেন সেবাস্টিয়ান কুর্জ। একই সঙ্গে পরবর্তী চ্যান্সেলর হিসেবে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার স্ক্যালেনবার্গের নাম প্রস্তাব করেছেন তিনি।

সেবাস্টিয়ান কুর্জের বিরুদ্ধে অভিযোগ তিনি - সরকারি অর্থ ব্যবহার করে একটি ট্যাবলয়েড পত্রিকায় নিজের সম্পর্কে ইতিবাচক সংবাদ প্রকাশ নিশ্চিত করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সেবাস্টিয়ান কুর্জ। এ ঘটনায় সেবাস্তিয়ানসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

এদিকে, বেকে বসেছে দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ ওভিপি পিপলস পার্টির জোটসঙ্গী গ্রিন পার্টি। দুর্নীতির অভিযোগ উঠায় তারা বলছে, সেবাস্টিয়ান কুর্জ চ্যান্সেলরের দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top