দুদিনর মধ্যে ইউক্রেন দখল করবে রাশিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২২, ০০:২৫
ইউক্রেনকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে ইউরোপে। এর একদিকে আছে রাশিয়া, যারা ইউক্রেনের সীমান্তে লাখখানেক সেনা সমাবেশ ঘটিয়েছে বলে দাবি পশ্চিমা দেশগুলোর।
এর পালটা ন্যাটো জোটও বাড়িয়েছে তাদের সামরিক তৎপরতা। গত কয়েক দশকের মধ্যে এই প্রথম ইউরোপ আবার একটি বড় আকারের যুদ্ধের মুখোমুখি হচ্ছে এমন শঙ্কা অনেকেরই। এ পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য আরও ভয়াবহ। তারা সতর্ক করে জানিয়েছে, আক্রমণের দুদিনেই ইউক্রেন দখল করতে সক্ষম হবে রাশিয়া। সেই সঙ্গে রুশ সেনাদের আক্রমণে প্রাণ হারাবে দেশটির কমপক্ষে ৫০ হাজার বেসামরিক লোক।
এদিকে মার্কিন কর্মকর্তাদের দাবি, আক্রমণের লক্ষ্যে নিজেদের ৭০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে রাশিয়া। রাশিয়াকে রুখতে পোল্যান্ড পৌঁছেছে মার্কিন সেনাদের প্রথম দল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, পুতিন পশ্চিমকে সতর্ক করার জন্য একটি পারমাণবিক মহড়ার পরিকল্পনা করছেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।