দূষিত জলের জোয়ারে প্লাবিত আমাদের ছাপান্ন হাজার বর্গমাইল
রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২২, ০৫:২৫
প্রিয় জহির রায়হান, আজ তোমার জন্মদিন। অথচ তোমার ‘বরফ গলা নদী’ আজ দূষিত জলের জোয়ারে প্লাবিত আমাদের ছাপান্ন হাজার বর্গমাইল।
আজও তোমার সেই ‘কাঁচের দেয়াল’ বিভেদের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। যার একপাশে নিপীড়িত, শোষিত মানুষেরা ধুকে ধুকে মরছে। অন্য পাশে শাসক শ্রেণি উন্নয়নের ফেনা দিয়ে সেই কাঁচ ধুয়ে মুছে চকচকে করছে।
হাজার বছর ধরে কতগুলো কুকুরের আর্তনাদ এখনো আমাদের অতি পরিচিত পোস্টার। সময়ের প্রয়োজনে আমরা কেবলই ইচ্ছার আগুনে জ্বলছি আরেক ফাল্গুনের প্রতীক্ষায়।
কখনো আসেনি বলে, আর যে আসবে না এমন তো নয়।যদিও তোমার রেখে যাওয়া ‘ একুশের গল্প’ এখন কেবলই একটি ফ্যাশানের মঞ্চ। সেই মঞ্চের অনেকটা পেছনে দাঁড়িয়ে আজ তোমায় প্রণতি জানাচ্ছি। শুভ জন্মদিন জহির রায়হান।
তোমার শেষ বিকেলের মেয়ে আজও একাকী দাঁড়িয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে। আর আমি.....সেই স্বপ্নের বাস্তবায়নে রাতের পর রাত অন্ধকারে বসে থাকি।
জানি, জহির রায়হানেরা আলো খুঁজতে খুঁজতে ‘হারানো বলয়’ ছেড়ে একদিন নিখোঁজ হয়ে যায়। তবুও জেনে রেখো- ‘মহা মৃত্যু’র ভীড়েও জহির রায়হানেরা কোনোদিন মরে না। ইতি, জহির রায়হান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রয়াত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক জহির রায়হানের জন্মদিনে এই চিঠি লিখেছেন সময়ের আরেক সাহসী সন্তান, সাংস্কৃতিক যোদ্ধা জহির রায়হান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।