মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, জানালেন বিটিআরসি চেয়ারম্যান

শাকিল খান | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১৮:৪৭

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। তবে আগামী সপ্তাহে শুরুর দিকে এই পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। 

আজ শুক্রবার মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে তিনি  বলেন, ‘এখনো মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। যেসব সঞ্চালন লাইন এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে, সেজন্য সবকিছু ঠিকঠাক থাকলে রবি-সোমবারে চালু করার পরিকল্পনা রয়েছে।’

গত ১৭ জুলাই থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট তথা ফোরজি প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত ১৬ জুলাই সন্ধ্যায় আংশিকভাবে বিভিন্ন স্পটে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর পাঁচ দিন পর গত মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top