ডিবি অফিসে সাকিব আল হাসান কে নিয়ে কি কথা হয়েছে, বললেন মেঘনা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩

মিস আর্থ ২০২০ বিজয়ী মেঘনা আলম দাবি করেছেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে জিজ্ঞাসাবাদের সময় বলেছেন—বাংলাদেশকে বিশ্বে ব্র্যান্ডিং করার কাজ করছেন কেবল সাকিব আল হাসান। নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিজ্ঞতা তুলে ধরেন।
মেঘনা জানান, দুই দিনব্যাপী এক ‘বেআইনি জিজ্ঞাসাবাদে’ তাকে প্রশ্ন করা হয় মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী করে, কেন সরকারি সংস্থা, কূটনৈতিক প্ল্যাটফর্ম ও বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে।
তিনি লিখেছেন, ৮ বছর বয়স থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা ও বিদেশ ভ্রমণের অভিজ্ঞতায় বুঝেছেন, বিশ্ববাসী বাংলাদেশকে হয় চিনেই না, নয়তো দারিদ্র্য, বন্যা, সন্ত্রাসবাদ আর পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে। অনেকেই মনে করে বাংলাদেশ ভারতের ছায়ায় ঢাকা পড়ে থাকে।
কিন্তু বাস্তবতা ভিন্ন—
-
লন্ডনের বেশিরভাগ ‘ইন্ডিয়ান রেস্টুরেন্ট’ আসলে বাংলাদেশিদের মালিকানায়।
-
বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের পোশাক তৈরি হয় বাংলাদেশে।
-
সংস্কৃতিতে বাংলাদেশ সমৃদ্ধ ফ্যাশন, গ্ল্যামার, সৌন্দর্য, আধ্যাত্মিকতা, খাদ্য ও সম্প্রীতির অনন্য মিশেলে।
-
মানুষ বহুভাষিক, উদ্যোক্তা, অভিযোজনক্ষম ও সৃজনশীল।
“তাই আমার কাজ হলো বাংলাদেশের positive rebranding করা। বিশ্বের কাছে আমরা করুণা চাওয়ার দেশ নই, বরং সমান মর্যাদার দেশ—এটাই তুলে ধরা আমার লক্ষ্য,” বলেন মেঘনা।
তিনি আরও জানান, তিনি এক ধরনের ‘অল্টার-ডিপ্লোমেসি’ চালান, যা টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG)-সমন্বিত নারী নেতৃত্বের প্ল্যাটফর্ম।
তবে তার অভিযোগ, ডিবি কর্মকর্তারা এসব ব্যাখ্যা শুনে বলেছেন—“এসব অর্থহীন। বাংলাদেশের সব ব্র্যান্ডিং তো সাকিব আল হাসান করে ফেলছে। পুরো দুনিয়া তাকে চেনে, এটাই যথেষ্ট।”
এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় মেঘনা লেখেন—
“আমার মনে হয়েছিল, যদি আমেরিকাকে বলা হয় তোমাদের সিলিকন ভ্যালি লাগবে না, তোমাদের তো বিয়ন্সে আছে! অথবা ফ্রান্সকে বলা হয় তোমাদের ডিপ্লোমেসি দরকার নেই, এমবাপ্পে তো আছেই! তাহলে কেমন শোনাবে?”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।