আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহারের সংসারে অনিশ্চয়তা: ফের বিবাদ ও বিচ্ছেদের ইঙ্গিত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:২৬

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার স্ত্রী সাবিকুন নাহার সারাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফের বিস্ফোরক পোস্ট দিয়ে স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ তুলেছেন।
গত ২ অক্টোবর একই ধরনের অভিযোগে শোরগোলের সৃষ্টি হয়েছিল, তখন তোহা মোবাইল হারানোর কথা বলে সব অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে সারাহ সেই পোস্ট সরিয়ে ক্ষমা চেয়েছিলেন। এরপর এক সময় তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক মনে হলেও, ১১ সেপ্টেম্বর সারাহ নতুন করে একই অভিযোগ উত্থাপন করেন।
সাবিকুন নাহারের অভিযোগের দুই দিন পর, ১৩ অক্টোবর আবু ত্বহা আদনান ফেসবুকে ‘উপসংহার’ শিরোনামে পোস্টে বলেন, “ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল। তবে আল্লাহর কসম—আর না।” তিনি বলেন, তিনি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কের সঙ্গে জড়িত নন এবং বিষয়টি শারীয়াসম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে।
তোহা আদনান আরও বলেন, “ফা সবরুন জামিল! বিষয়টি দেশের বরেণ্য মুরব্বি ওলামায়ে কেরামের উপস্থিতিতে শারিয়া সম্মতভাবে সমাধানের পথে রয়েছে। যারা ছেড়ে গেছেন, যেতে পারেন। যারা সাথে ছিলেন, তাদের বলব ভবিষ্যতে প্রিয় মানুষদের দৃষ্টি দিয়ে কোনো ইলজাম বা মিথ্যা মামলার স্বীকার হবেন না।”
তিনি একই সঙ্গে অনুরোধ করেন যে, সাবিকুন্নাহারকে নিয়ে বিচ্ছেদের পর যেন কোনো বিতর্ক বা অনলাইন আলোচনা না করা হয়। তিনি জানিয়েছেন, তাদের দুই সন্তান তাঁর কাছে অতি প্রিয় এবং তাদের প্রতি সকলের দোয়া কামনা করেছেন।
এদিকে, এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম আবারও সরগরম হয়েছে। অনেকেই আবু তোহার প্রতি সহানুভূতি জানাচ্ছেন, আবার কেউ কেউ ইসলামী বক্তাদের ব্যক্তিজীবনে বিতর্কের প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন।
সব মিলিয়ে, আবু ত্বহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের দাম্পত্য জীবন এখন এক অনিশ্চিত পথের মোড়ে দাঁড়িয়ে আছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।