বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

দুই কোটি টাকার চুক্তিতে নতুন কনটেন্ট নির্মাণে রিপন মিয়া !

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৩:৫৩

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে নিজের প্রতি হুমকি এবং পরিবারের প্রতি হেনস্তার অভিযোগ করেছেন। সম্প্রতি তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে রিপন মিয়া বলেন, “মূল বিষয় হলো আমাদের নেত্রকোণার মানুষগুলো ভালো না। একজনের ভালো আরেকজন দেখতে পারে না। একজন উপরে উঠলে আরেকজন টেনে নিচে নামিয়ে ফেলে। এলাকার মানুষ কেমন ভালো, সেটা এলাকায় থাকলেই বোঝা যায়।”

ফেসবুক পোস্টে ব্যক্ত করা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না থাকায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমের সাংবাদিকরা তার নিজ বাড়িতে হাজির হন। সাংবাদিক পরিচয় জানালে তিনি বাড়ির পাশেই রাস্তার ধারে কথা বলেন।

রিপন মিয়া জানান, ভাইরাল হওয়ার পর জনপ্রিয়তা ও অর্থনৈতিক প্রস্তাব নিয়ে বিভিন্ন ঝামেলা শুরু হয়। “একজন আমাকে দুই কোটি টাকার প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি রাজি হইনি। এরপর থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। এখন আমি রাজি হয়েছি, তারা দুই কোটি টাকা ক্যাশ দেবে এবং এক বছরের চুক্তিতে কাজ করব।”

প্রাণনাশের হুমকি ও থানায় অভিযোগ না দেওয়ার বিষয়ে তিনি বলেন, “আমি ঝগড়া করার মানুষ না। অনলাইনে কনটেন্ট বানাই, এটা আজকে আছে কালকে নেই। তাই সমস্যা বড় করতে চাই না। তবে এক বছরের চুক্তিতে আমাকে দিয়ে কোনো অসামাজিক কাজ করানো হবে না।”

রিপন মিয়া নেত্রকোণার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের কাঠমিস্ত্রি। ২০১৬ সালে তিনি ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন। তার ভিডিওর সংলাপ যেমন ‘হাই আই এম রিপন ভিডিও’, ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ ভাইরাল হয়ে তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। বর্তমানে তার ফেসবুক ফলোয়ার সংখ্যা ১.৯ মিলিয়ন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top