রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বিভিন্ন জায়গায় আগুন বিচ্ছিন্ন ঘটনা নয়: সারজিস আলম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১১:০০

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এগুলো স্বৈরাচারের দোসরদের দেশের অস্থিতিশীল করার চক্রান্ত। শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

সারজিস আলম তার পোস্টে বলেন, “বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।”

তিনি আরও মন্তব্য করেন যে, স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা এবং এর ক্ষতিকর প্রভাব বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হতে পারে।

সারজিস আলমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট প্রতিবেদনে সংযুক্ত রয়েছে। (ছবি: স্ক্রিনশট)

স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসছে; এসব ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক ও নিরাপত্তা দফতরগুলোর প্রতিক্রিয়া ও তদন্ত প্রক্রিয়া সম্পর্কে公众ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সারজিস আলম এই ঘটনাগুলোকে খতিয়ে দেখা ও বাস্তব অভিযুক্তদের শনাক্ত করে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top