বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

শেখ হাসিনার মৃত্যুর সংবাদ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ২২:১৩

ছবি: এআই

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তবে যাচাইকৃত তথ্য বলছে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

 

ফ্যাক্ট–চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, শেখ হাসিনার মৃত্যুর খবরের কোনো সত্যতা নেই। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার সম্পর্কে নানা গুজব অনলাইনে ছড়ানো হচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় গত ৩০ জানুয়ারি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শেখ হাসিনা আজ রাত ভারতের সময় ২টা ৩০ মিনিটে মারা যান’—এই দাবিটি প্রচার হতে থাকে।

 

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবির প্রথম পোস্টটি ৩০ জানুয়ারিই প্রকাশ করা হয়েছিল। তবে পোস্টগুলোর কোনোটিতেই কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি।

 

প্রতিষ্ঠানটি আরও জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ভেরিফাইড সামাজিক মাধ্যম অ্যাকাউন্টগুলোও পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোথাও কোনো তথ্য পাওয়া যায়নি।

 

রিউমর স্ক্যানারের বলছে  “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সামাজিক মাধ্যমে ছড়ানো এমন গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top