রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সুদানে গণহত্যা: হাসপাতালে হামলা, একদিনে ১,৫০০’র বেশি নিহত- আহমাদুল্লাহ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১২:৫৯

জনপ্রিয় ইসলামী বক্তা ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামী বক্তা ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ শনিবার রাতে ফেসবুকে সুদানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার পোস্টে বলা হয়েছে, “বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে রয়েছে আফ্রিকার দেশ সুদান। গত তিন দিনে অন্তত দেড় হাজার মানুষ হত্যা করেছে সন্ত্রাসীরা, যার মধ্যে হাসপাতালের প্রায় ৫০০ রোগী এবং তাদের স্বজনও রয়েছে।”

শায়খ আহমাদুল্লাহ আরও উল্লেখ করেছেন, ২০২৩ সালে শুরু হওয়া সংঘাতের পর থেকে দেশটিতে দেড় লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া সন্ত্রাসীদের ভয়ে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

তিনি মানবাধিকার সংস্থাগুলোর কার্যক্রমে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেছেন, আফ্রিকায় শান্তিরক্ষা মিশনের কার্যকারিতা কতটা সার্থক। “শান্তিরক্ষা নামের সার্থকতা রক্ষার্থেও কি তারা সুদানের সহিংসতা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেবে না? উন্নত কোনো দেশে একই ঘটনা সংঘটিত হলে পৃথিবীজুড়ে যে তোলপাড় হতো, সুদানে কি তার সিকি ভাগও মনোযোগ পাচ্ছে?” – উল্লেখ করেন শায়খ আহমাদুল্লাহ।

তিনি মুসলিম ও দরিদ্র জনগণের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির বিষয়টিও প্রশ্নবিদ্ধ করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top