স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ
স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৫:৩৬
                                        ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সেই ভয়াবহ সময়ের স্মৃতি তুলে ধরেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত প্রোফাইলে কার্ডিওথোরাসিক হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (সিএইচডিউ) একটি ছবি পোস্ট করে মিষ্টি লিখেছেন, ‘এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাঁড় না করাক। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ংকর সময় (২৭ অক্টোবর ২০২৫)। এই দরজার ভিতরে ঢোকার আগে সে (রিয়াদ) যখন আমাকে বলল, আমি যেন তাকে ক্ষমা করে দেই, সেটা শুনেও আমি এমন ভান করলাম যেন কিছুই হয়নি, হবেও না ইনশাআল্লাহ। ওই সময় নিজেকে খুব শক্ত করে সামলালামএখন সেটা ভেবে নিজের কাছেই অবাক লাগে, আমি কিভাবে এতটা শক্ত ছিলাম।’
তিনি আরও লেখেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম আমার আল্লাহ আমাকে সবরের পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবোই হবো ইনশাআল্লাহ। কিন্তু যতক্ষণ তার পাশে ছিলাম, মনে মনে ভয় পাচ্ছিলাম—তার হায়াত কতটুকু সেটা তো একমাত্র আল্লাহই জানেন। সর্বক্ষণ দোয়া আর জিকিরে কিভাবে যেন সেই কঠিন সময়টুকু পার হয়ে গেল আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মহান, পরম দয়ালু। তাঁর দয়ার কাছে আমি চিরকৃতজ্ঞ।’
মিষ্টি আরও জানান, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ভোলা যায় না। ‘সেই কঠিন সময়টুকু এখনো বারবার মনে পড়ে। হয়তো এই ট্রমা কাটতেও সময় লাগবে,’যোগ করেন তিনি।
দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে। এমন পরিস্থিতিতেই মাহমুদউল্লাহর মতো জাতীয় তারকার অসুস্থতা এবং তার পরিবারের কঠিন সময়ের অভিজ্ঞতা ছুঁয়ে গেছে অসংখ্য ভক্তের হৃদয়।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।