বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হোক: পিনাকী ভট্টাচার্য

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১২:২৩

ছবি: সংগৃহীত

ভারতের আলোচিত বক্তা জাকির নায়েকের প্রসঙ্গে বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের দাবি তুলেছেন বিশিষ্ট লেখক ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। তিনি বলেছেন, “জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হোক। এটাই হবে ভারতের জন্য যথাযথ প্রতিক্রিয়া।”

ভট্টাচার্য আরও বলেন, ধর্মীয় সহিষ্ণুতা ও মুক্তচিন্তার পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, জাকির নায়েকের বক্তব্য ও কার্যক্রম ভারতের অনেক ক্ষেত্রে বিতর্কের কেন্দ্রে থাকলেও তিনি বিভিন্ন দেশে ধর্মীয় বক্তৃতা দিয়ে আসছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top