গোপালগঞ্জে শেখ হাসিনার আসন থেকে নির্বাচন করতে চান হিরো আলম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৫:১০
দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায়। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, ঢাকার ১৭ আসনের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী আসন গোপালগঞ্জ-৩ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হিরো আলম লেখেন,
“জনগণ সাহস দিলে গোপালগঞ্জ শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চাই। কি গোপালগঞ্জের লোক ভোট দেবেন তো?”
তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ বিষয়টিকে কৌতুক হিসেবেও নিয়েছেন। একজন মন্তব্য করেছেন, “গোপালগঞ্জে সরাসরি গিয়ে জিজ্ঞেস করে আসুন।” অন্য একজন লিখেছেন, “তুমি এসব করে বিজনেসটা ভালোই বুঝে গেছ!”
গোপালগঞ্জ-৩ আসনটি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত, যেখানে মোট ভোটার প্রায় ২ লাখ ৯০ হাজার ৩০০ জন। এই আসন থেকেই প্রতি নির্বাচনে প্রার্থী হন শেখ হাসিনা।
এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন।
এরপর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও প্রার্থী হয়েছিলেন হিরো আলম। সেই নির্বাচনে ভোটের দিন এক কেন্দ্রে হামলার শিকার হন তিনি।
এবার তিনি যদি সত্যিই গোপালগঞ্জ-৩ থেকে প্রার্থী হন, তাহলে তা নিঃসন্দেহে দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।