কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৭
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, “আমি এই বিপজ্জনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।”
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তিসহ আশপাশের এলাকাজুড়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং দমকল বাহিনীর সদস্যদের জন্য আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। আগুনে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনো জানা না গেলেও অনেকের বাড়িঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
তারেক রহমান বলেন, “ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর প্রাণপণ প্রচেষ্টা দেশবাসীকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আমি আশা করি, দ্রুতই আগুনের বিস্তার থেমে যাবে এবং কোনো জীবনহানি ঘটবে না। এই দুর্যোগ থেকে সবাই নিরাপদে থাকুক—মহান আল্লাহর কাছে আমি সে প্রার্থনাই করছি।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।