বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

একাত্তর প্রজন্মকে ‘নিকৃষ্টতম প্রজন্ম’ বললেন বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৬

সংগৃহীত

ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম একাত্তর প্রজন্মকে ‘নিকৃষ্টতম প্রজন্ম’ আখ্যা দিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভিডিওতে তিনি বলেন, “একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। এদের নেতা–কর্মী–সমর্থক সবাই মিথ্যুক। এদের যুদ্ধ মিথ্যা, স্বাধীনতা মিথ্যা—সব মিথ্যা।”

তিনি আরও দাবি করেন, “স্বাধীন হয়েছি ১৯৪৭ সালের ১৪ আগস্ট। পাকিস্তান রাষ্ট্র তৈরির আন্দোলনে ৬০ ভাগ যুদ্ধ করেছে বাংলাদেশিরা, পাঞ্জাবী–পাঠানরা করেছে ৪০ ভাগ। শেখ মুজিব, শেরে বাংলা—সকলেই তখন সেই আন্দোলনে ছিলেন। তাহলে সেটা স্বাধীন রাষ্ট্র ছিল না কেন?”

মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্যের পাশাপাশি তিনি ধর্মীয় উদাহরণ টেনে ১৯৭১-কে “ভারতীয় চক্রান্ত” আখ্যা দিয়ে আরও বলেন,

“৪৭ সালে স্বাধীন হইলাম, ৭১ ছিল পুরোটাই আগরতলা ষড়যন্ত্রের মতো ভারতীয় পরিকল্পনা। এই জাতিকে খুন করেছে ভারত আর আওয়ামী লীগ।”

ভারত সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন,

“যারা ভারতের বন্ধু, তারা বাংলাদেশের শত্রু। ড. ইউনূসসহ সকল ভারত–বন্ধুর বিচার হওয়া উচিত। কোনো ভারত–বন্ধুকে বাংলাদেশের কোথাও চেয়ারে রাখা হবে না—এটাই ঘোষণা।”

তার এসব মন্তব্যকে নেটিজেনদের একাংশ ‘ইতিহাস বিকৃতি’, ‘উস্কানিমূলক’ ও ‘ঘৃণাত্মক’ বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে তার কিছু অনুসারী মন্তব্যগুলো সমর্থনও জানান।

এদিকে ইউটিউব ঘেঁটে দেখা যায়, এর আগেও তার আরও বেশ কিছু ওয়াজ ও বক্তব্যে প্রায় একই ধরনের দাবি ও মন্তব্য পাওয়া গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top