২০২৬ সালের ফেব্রুয়ারি: ৮২৩ বছরে একবারের ‘মিরাকলিন’ ফেব্রুয়ারি!
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১২:০৭
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি হতে যাচ্ছে সময়ের এক বিরল ঘটনা। এই মাসে থাকবে প্রতি সপ্তাহের সবই ৪ বার করে। অর্থাৎ ফেব্রুয়ারিতে থাকবে: ৪টি রবিবার, ৪টি সোমবার, ৪টি মঙ্গলবার, ৪টি বুধবার, ৪টি বৃহস্পতিবার, ৪টি শুক্রবার, ৪টি শনিবার।
বিশেষজ্ঞরা বলছেন, এটি ঘটে প্রতি ৮২৩ বছরে মাত্র একবার, তাই অনেকেই একে ‘মিরাকলিন ফেব্রুয়ারি’ হিসেবে অভিহিত করেছেন।
এই বিরল ক্যালেন্ডার মিলের কারণে ফেব্রুয়ারি মাসটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে যারা পরিকল্পনা করে কোনো বিশেষ অনুষ্ঠান বা ছুটি নিতে, তাদের জন্য এটি অনন্য সুযোগ হয়ে উঠতে পারে।
উল্লেখযোগ্য: সাধারণত ফেব্রুয়ারি মাস ২৮ দিন ধরে চলে, তবে লিপ ইয়ার হলে ২৯ দিন থাকে। ২০২৬ সালের ফেব্রুয়ারিও লিপ ইয়ার নয়, তবু এই চমকপ্রদ ক্যালেন্ডার মিলের কারণে এটি স্বতন্ত্র।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।