৪০ বছর ধরে ডাকাতের ভয়ে জনমানবশূন্য আস্ত একটি গ্রাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০০:৫৬
প্রায় ৪০ বছর ধরে জনমানবহীন হয়ে আছে আস্ত একটা গ্রাম। সেই গ্রামে এখন ‘ভাঙা কুটিরের সারি’। দৃশ্যটি বাংলাদেশের বগুড়ার সাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পিচুলগাড়ী গ্রামের।
গ্রামটিতে হানা দিত ডাকাত দল। নগদ টাকা থেকে শুরু করে বাড়িতে যা থাকত তাই লুট করে নিয়ে যেত তারা। অত্যাচার থেকে রেহাই মিলত না বাড়ির মহিলাদেরও।পরে, আতঙ্কে গ্রাম ছেড়ে চলে যান সকলেই।
পিচুলগাড়ী গ্রামের বাসিন্দারা জানান, ১৯৭৪ সালে গ্রামের মাতব্বর নান্নু মোল্লার কাছে টাকা চেয়েছিল ডাকাতরা। তিনি টাকা দিতে না চাওয়ায় তাঁকে খুন করা হয়। এই ঘটনার প্রায় ৮ বছর পর, ভয় আর আতঙ্কে গ্রামের বাসিন্দারা সেখান থেকে অন্যান্য গ্রামে চলে আসেন। গ্রামে না থাকলেও সেখানে থেকে গিয়েছে এই সব পরিবারের বসতবাড়ি, জমিও।
বর্তমান প্রজন্মের অনেকেই ফিরতে চান বাপ-ঠাকুর্দার গ্রামেই। কিন্তু বগুড়া থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে কোনও যোগাযোগ ব্যবস্থা নেই, আলো নেই । সেখানে এখন যাওয়ার রাস্তা বলতে আলপথ। গ্রামে রাস্তা, আলো হলেই ফিরে আসবেন বলে জানিয়েছেন তাঁরা।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ৪০ বছর ডাকাত জনমানবশূন্য
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।