হোয়াটসঅ্যাপে থাকছে রিঅ্যাকশন ইমোজি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ০১:২৮
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা মেসেজে রিঅ্যাকশন ইমোজি খুব শিগগিরই ব্যবহার করতে পারবে।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজের পাঠানো মেসেজে অথবা অন্য কারও মেসেজে ইমোজি রিঅ্যাকশন দিতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট ডব্লিউবিটাইনফো পুরো বিষয়টি স্ক্রিনশটের মাধ্যমে প্রকাশ করেছে। মেসেজের ডান দিকের নিচে রিঅ্যাকশন ইমোজিগুলো শো করবে। ফেসবুক মেসেঞ্জারের মতো যে কোনও ইমোজি ব্য়বহার করা যাবে।
যদিও ফিচারটি কবে থেকে ব্যবহারকারীরা নিজেদের হোয়াটসঅ্যাপে পাবেন তা এখনো স্পষ্ট করে জানা যায়নি।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।