হোয়াটসঅ্যাপ আনছে ভয়েস মেসেজের নতুন ফিচার
ফিচার ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ২৩:২৫
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ার নামের একটি ফিচার ব্যবহার করতে পারবে। এর ফলে ভয়েস মেসেজিং সমস্যা দূর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের তথ্য মতে, অ্যাপের হোম স্ক্রিনে থাকবে এই অপশটি। ফিচারটির সুবিধা হচ্ছে ব্যবহারকারীরা চ্যাটবক্স থেকে বেরিয়ে গেলেও ভয়েস মেসেজ শুনতে পারবেন। শুধু তাই নয় মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য করার ক্ষেত্রে এবার ব্যবহারকারী সময় সেট করে দিতে পারবেন।
শুধু ভয়েস মেসেজ প্লেয়ারই নয়, হোয়াটসঅ্যাপে মেসেজ অদৃশ্য করতে এখন থেকে সময় সেট করতে পারবেন ব্যবহারকারীরা। তখন ন্যুনতম সাত দিনের মতো সময় লাগত। কিন্তু এখন থেকে একদিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে মেসেজ।
হোয়াটসঅ্যাপ গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ার ফিচারটি শিগগিরই লঞ্চ করতে যাচ্ছে। শুরুর দিকে বেটা ভার্সানে ও হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই কেবল এই সেবা মিলবে। তবে খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ভার্সনেও এই ফিচার চালু করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।