জাপানে এলো উড়ন্ত বাইক
ফিচার ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০৪:১৩
তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছেই বাইক অত্যন্ত জনপ্রিয়। এবার বাইকপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো জাপানের এক বাইক প্রস্তুতকারী সংস্থা এএলআই টেকনোলজি। টোকিওভিত্তিক এই প্রতিষ্ঠানটি বাজারে নিয়ে এলো হোভারবাইক বা উড়ন্ত বাইক। যদিও প্রাথমিকভাবে শুধু জাপানের আকাশেই দেখা মিলবে হোভারবাইকের।
বিবিসির তথ্য মতে, বিদ্যুৎচালিত একেকটি হোভারবাইকের দাম পড়বে ছয় লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা। তবে এখন শুধু প্রি-অর্ডার করা যাবে। একেকটি উড়ন্ত বাইকের ওজন ৩০০ কেজি। প্রতিটি হোভারবাইকে আছে একটি গতানুগতিক শক্তিশালী ইঞ্জিন ও ব্যাটারিচালিত চারটি মোটর।
দেশটির একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠান এএলআই টেকনোলজির উদ্যোগে ঘটল নজিরবিহীন এ ঘটনা। আপাতত এ মডেলের সীমিতসংখ্যক কয়েকটি হোভারবাইক বিক্রি করাই একমাত্র লক্ষ্য এএলআই টেকনোলজিসের।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।