মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

আগমনী বার্তা দিচ্ছে শীত

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ০২:৪৫

আগমনী বার্তা দিচ্ছে শীত

আজ ১৬ কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ। ঋতু হিসেবে এখন হেমন্ত হলেও প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে শীতের আবহ। চারিদিকে গন্ধরাজ, শিউলি, ছাতিমের একটা মিষ্টি সুবাসও ভেসে বেড়াচ্ছে। উত্তরের ঠান্ডা হাওয়া একটু একটু করে জানান দিচ্ছে শীতের পদধ্বনি।

হিমালয় কন্যা পঞ্চগড় ইতিমধ্যেই ঢাক্তে শুরু করেছে শীতের চাদরে। রাতভর পরছে গুঁড়িগুঁড়ি শিশির। ভোরের প্রথম আলোয় চিকচিক করে ওঠে ধানখেত, গাছের পাতা ও ঘাস। চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে কমতে শুরু করেছে তাপমাত্রা। ঘন কুয়াশা আচ্ছন্ন করে রাখছে হাওরপাড়, চা বাগান। দিনভর বয়ে যাওয়া উত্তরের বাতাসে একটু হলেও কাঁপুনি জাগছে শরীরে। বাজারেও আসতে শুরু করেছে বাহারি সবজি। ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, টমেটো, ধনিয়াপাতায় সতেজ বাজার।

পঞ্চগড়, মৌলভিবাজারের পাশাপাশি রাজধানী ঢাকাতেও অনুভূত হচ্ছে মৃদু শীত। সকালের তীক্ষ্ণ উত্তরের বাতাস ইদানিং পাতলা চাদরে মানছে না। দুপুর গড়াতেই রোদের তাপ কমে খুব মিহি একটা ওম দিচ্ছে সন্ধ্যা গড়িয়ে রাত হতে হতেই যেন কিছুটা শিথিলতা আসছে জনজীবনে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top