ফেসবুকে ‘আংশিক নিষেধাজ্ঞা’ দিলো রাশিয়া
ফিচার ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৫৯
ইউক্রেনে রাশিয়ার হামলার পর ক্রেমলিনপন্থি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এর জেরে ফেসবুকের ওপরও পাল্টা বিধিনিষেধ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। ফলে দেশটির নাগরিকরা ফেসবুকে ঢুকতে সমস্যার মুখে পড়ছেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ পর্যবেক্ষণকারী ও নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর জানায়, তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি, রাষ্ট্রীয় টিভি চ্যানেল জাভেজদা এবং ক্রেমলিনপন্থি দুটি নিউজ পোর্টালের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফেসবুক। এই নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানিয়েছিল রাশিয়া। কিন্তু ফেসবুক সেই বিধিনিষেধ তোলেনি। তাই ফেসবুকের ওপর পাল্টা নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ দিয়েছে মস্কো। শুক্রবার থেকে এটা কার্যকর হবে।
এক বিবৃতিতে রোসকোমনাডজোর বলেছে, রুশ গণমাধ্যমকে রক্ষার ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।