সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

'চতুর্থ মহিলা বিচ ফুটবল টুর্নামেন্ট' হবে সেপ্টেম্বরে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ২১:০০

'চতুর্থ মহিলা বিচ ফুটবল টুর্নামেন্ট' হবে সেপ্টেম্বরে

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে ক্রীড়বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গেল ৭ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল ‘ওয়ালটন চতুর্থ মহিলা বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২১’। কিন্তু মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী দেওয়া কঠোর লকডাউনের কারণে সেটা সম্ভব হয়নি।

তবে সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৬টি দলের অংশগ্রহণে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা মাঠে গড়াবে সেপ্টেম্বরে। ইতোমধ্যে আমরা সম্ভাব্য দিন-তারিখ নির্ধারণ করেছি। আমরা চেষ্টা করছি এই টুর্নামেন্টটা ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর করার। এখন জেলা প্রশাসক মহোদয় এটার অনুমোদন দিলেই মাঠে গড়াবে ওয়ালটন চতুর্থ মহিলা বিচ ফুটবল টুর্নামেন্ট।’

ওয়ালটন চতুর্থ মহিলা বিচ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে কক্সবাজার জেলার ৬টি দল। দলগুলো হলো- ইনানী, হিমছড়ি, সোনাদিয়া, সেন্টমার্টিন, বাঁকখালী ও মাতামুহুরী।


এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top