জোড়া গোলের ঝলক রোনালদোর
ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৩
ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ১যুগ পর ফিরেই জোড়া গোলের ঝালক দেখালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাতেই নিউক্যাসলের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে রেড ডেভিলরা।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে নিউক্যাসলের বিপক্ষে দলের হয়ে অন্য দুটি গোল করেন ব্রুনো ফার্নান্দেস এবং জেসি লিনগার্দ। অন্যদিকে নিউক্যাসলের হয়ে একমাত্র গোলটি করেন জাভি মানকুয়েলো।
রোনালদোর অভিষেকের ম্যাচে শুরু থেকেই বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু একের পর এক আক্রমণেও গোলের দেখা পাচ্ছিল না ম্যান ইউ। এক সময় মনে হচ্ছিল গোলশূন্যতেই শেষ হচ্ছে প্রথমার্ধ।
কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত মিনিটের খেলায় গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো।
দ্বিতীয়ার্ধে নেমে গোলের জন্য মরিয়া হয়ে উঠে সফরকারীরা। আর ৫৬ মিনিটেই জাভি মানকুয়েলোর গোলে সমতায় ফেরে নিউক্যাসল। তবে সাবেক জুভেন্টাস তারকার কল্যাণে বেশিক্ষণ সমতায় ছিল না ম্যাচটি। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন ২-১ ব্যবধানে।
এরপর আরও দুটি গোলের দেখা পায় স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শেষ হয় ৪-১ গোল ব্যবধানে।
এনএফ৭১/২০২১
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।