১১ বছর পর সুপার কাপ জিতলো ইন্টার মিলান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২, ০০:২৭
২০১০ সালে সুপারকোপা ইতালিয়ানায় শেষ হাসি হেসেছিল ইন্টার মিলান। এরপর ১১ বছর কেটে গেলেও এই শিরোপা ঘরে তোলা হয়নি দলটির। এবার সেই আক্ষেপ শেষ হলও মিলানের।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে সান সিরোয় জুভেন্তাসের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিল মিলান। শুরুর ২০ মিনিটে প্রতিপক্ষ গোলমুখে কারোই যে শট ছিল না একটিও! তবে এ অবস্থা থেকে জুভেন্তাসই মুক্তি পেয়েছে ২৫ মিনিটে। ওয়েস্টন ম্যাককেনির গোলে জুভেন্তাস তখন ১০ শিরোপা জেতার স্বপ্নে বিভোর।
অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে দলকে শিরোপা জিতিয়েছেন অ্যালেক্সিস সানচেজ। তাতেই ইন্টার জেতে ২-১ গোলে, শেষ হয় দলটির ১১ বছর দীর্ঘ সুপার কাপ খরার।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ইন্টার মিলান inter milan juventus
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।