অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালে বিলবাও
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২, ২২:২৮
অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গেছে অ্যাথলেটিকো বিলবাও।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদে দ্বিতীয় সেমিফাইনালে গোলরক্ষক ওনাই সিমোনের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় গেল আসরের চ্যাম্পিয়নরা। এরপর ইয়েরে আলভারেস দলকে সমতায় ফেরান। নিকো উইলিয়াসের করা গোলে জয় নিশ্চিত করে অ্যাথলেটিকো বিলবাও।
ম্যাচ শুরুর মাত্র ১৫ সেকেন্ডেই বিলবাওয়ের জালে বল জড়ান অ্যাথলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স। তবে গোলটি হয় অফসাইড। এরপর প্রথমার্ধের পুরোটা সময় বল দখলে আধিপত্য ধরে রাখলেও গোলের দেখা পায়নি অ্যাথলেটিকো মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মাদ্রিদ। কর্নার কিকে ফেলিক্সের দুর্বল হেড পোস্টে লেগে গোলরক্ষকের পিঠ ছুঁয়ে জাল খুঁজে নেয়। ৭৭তম মিনিটে লোপেস দুর্দান্ত এক হেডে বিলবাওকে সমতায় ফেরান। এর তিন মিনিট পরই জয়সূচক গোলটি করেন উইলিয়ামস।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।