রেইমসের বিপক্ষে পিএসজির বড় জয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২, ০০:৪৮
প্রায় একমাস পর পিএসজির জার্সি গায়ে মাঠে নেমেছেন লিওনেল মেসি। ম্যাচের ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন এই খুদেরাজ। তবে মেসির মাঠে নামার আগেই অবশ্য জয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল পিএসজির।
রবিবার (২৩ জানুয়ারি) ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে রেইমসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় পিএসজি। তবে প্রথম গোলের জন্য অবশ্য ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পিএসজিকে। মার্কো ভেরাত্তি গোলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
এরপর দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। ২-০ তে এগিয়ে যাওয়ার পরপরই ডি মারিয়াকে তুলে মেসিকে মাঠে নামান পিএসজি কোচ পচেত্তিনো।
৬৭তম মিনিটে কর্নার থেকে তিনি ছোট করে বল বাড়িয়ে দেন ভেরাত্তির দিকে। ভেরাত্তি শট নিলে সেটি রেইমসের ফায়েসের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। এরপর ৭৫ মিনিটে এক হালি পূর্ণ করেন দানিলো পেরেইরা। কিলিয়ান এমবাপের পাস থেকে পর্তুগিজ মিডফিল্ডারের শট দিক বদলে ঢুকে যায় জালে।
এই জয়ে ২২ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষেই আছে পিএসজি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: পিএসজি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।