• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জিরুদের জোড়া গোলে মিলান ডার্বি জিতল এসি মিলান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২২, ২২:৩৫

জিরুদের জোড়া গোলে মিলান ডার্বি জিতল এসি মিলান

ইতালিয়ান সিরি আ'তে মিলান ডার্বিতে জয় পেয়েছে এসি মিলান। শনিবার (৫ ফেব্রুয়ারি) স্ত্যাদিও গিউসিপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে নগর প্রতিপক্ষ ইন্টার মিলানের বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় রোসেনেরিরা। জোড়া গোল করেন মিলানের ফ্রেঞ্চ তারকা ওলিভিয়ের জিরু।

জমজমাট ম্যাচে ওলিভিয়ের জিরুর জোড়া গোলে জয় পায় পূনর্জন্ম পাওয়া রোসেনেরিরা। যদিও ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিলো সিমনে ইঞ্জাঘির শীষ্যরাই। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায় লিগের শীর্ষ দল ইন্টার মিলান। নেরাজ্জুরিদের এগিয়ে দেন ইভান পেরেসিচ।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া এসি মিলান ৭৫ মিনিটে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। টনালির বুদ্ধিদীপ্ত পাস থেকে দারুণ ফ্লিকে গোল শোধ করেন জিরু। সমতায় ফেরা এসি মিলান ৩ মিনিট পরেই দেখা পায় জয়সূচক গোলের। নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের সব আলো নিজের দিকে কেড়ে নেন সাবেক চেলসি ও আর্সেনাল তারকা জিরু।

এই জয়ে এসি মিলান উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে আছে তারা। অবশ্য ইন্টার মিলান কম খেলেছে ১ ম্যাচ। শীর্ষে থাকা দলকে তাড়া করে ২০০৪ সালের পর প্রথম মিলান ডার্বিতে জয় পেলো রোসানেরিরা।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top