ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০০:১৩
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। বুধবার (৯ ফেব্রুয়ারি) আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি আরবের দল আল হিলালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্লুজরা। একই মাঠে শনিবারের ফাইনালে চেলসির প্রতিপক্ষ পালমেইরাস।
আল হিলালের বিপক্ষে সেমিফাইনালের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলছিল চেলসি। অধিকাংশ সময় বল ছিল আল হিলালের অর্ধে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সুযোগগুলো কাজে লাগাতে পারছিল না। ম্যাচের ৩১ মিনিটের মাথায় আল হিলালের রক্ষণভাগের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যান লুকাকু। সেটা থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি তিনি।
বিরতির পর কাই হাভার্টজের নেওয়া শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। তার মতো আরও অনেক গোলের সুযোগ মিস করেন চেলসির অন্যান্য খেলোয়াড়রা।
ম্যাচের ৭০ মিনিটের সময় আল হিলালের মুসা মারেগা, ওডিয়ন ইঘালো এবং জ্যাং হিউন যৌথ প্রচেষ্টায় গোলের দারুণ সুযোগ তৈরি হয়েছিল। সুযোগ এসেছিল সমতা ফেরানোর। কিন্তু চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা তাদের প্রচেষ্টাকে রুখে দেন। তাতে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয়ে ফাইনালে পৌঁছে যায় ফুলহামের ক্লাবটি।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।