• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


৪০০ কোটি টাকায় বায়ার্ন মিউনিখে যোগ দিলেন মানে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৮:৫৯

৪০০ কোটি টাকায় বায়ার্ন মিউনিখে যোগ দিলেন মানে

বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মঙ্গলবার জার্মানিতে গিয়েছিলেন সাদিও মানে। আর দলবদলের ঘোষণা এসেছে আজ বুধবার (২২ জুন)। ৪১ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি টাকার বিনিময়ে লিভারপুল ফরোয়ার্ড মানেকে নিজেদের করে নিয়েছে বায়ার্ন।

গত মৌসুম শেষ হওয়ার আগেই লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন মানে। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে বনিবনা হচ্ছিল না। তাই বলেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর জানাবেন লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত।

সেই সিদ্ধান্ত জানাতে বেশি সময় নেননি মানে। লিভারপুলের সঙ্গে সংবাদ মাধ্যমকে আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেন লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দিতে তর সইছে না তার।

বায়ার্নের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছেন মানে। এই দলবদলের জন্য লিভারপুলকে প্রথমেই ৩২ মিলিয়ন ইউরো শোধ করবে বায়ার্ন। আর বিভিন্ন শর্তপূরণের উপর নির্ভর করবে বোনাস হিসেবে ইংলিশ ক্লাবটির আরও ৯ মিলিয়ন ইউরো পাবার বিষয়টি।

বায়ার্নে যোগ দিতে পেরে মানে ক্লাব ওয়েবসাইটকে বলেছেন, ‘বায়ার্নে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং শুরু থেকেই আমার ব্যাপারে বড় এই ক্লাবের আগ্রহ অনুভব করেছি। নতুন এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য এখনই উপযুক্ত সময়, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top