করোনা ভাইরাস টিকা ভারতের চেয়ে ৪৭ শতাংশ বেশি দাম নিচ্ছে সেরাম

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১, ০৩:১৭

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে বিক্রি করবে ভারতের সেরাম ইন্সটিটিউট। প্রতি ডোজ টিকার দাম পড়বে ৪ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩৫০ টাকা। ভারতে এ টিকার দাম পড়ছে ২০০ রুপির কাছাকাছি। অর্থাৎ বাংলাদেশকে শতকরা ৪৭ ভাগ বেশি দামে কিনতে হচ্ছে অক্সফোর্ডের করোন ভাইরাস টিকা। একাধিক সূত্র থেকে এমন খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অক্সফোর্ড বিশ্বাবিদ্যালয়ের টিকা বিশ্বব্যাপি বাজারজাত করছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রা জেনেকা। অ্যাস্ট্রা জেনেকার কাছ থেকে টিকা নিচ্ছে ভারতের সেরাম ইন্সটিটিউট। তারাই বাংলাদেশকে সরবরাহ করবে করোনা ভাইরাস টিকা। শুধু বাংলাদেশ নয়, ১০০ কেটির বেশি ডোজ টিকা পৃথিবীর স্বল্প আয়ের দেশগুলোতে সরবরাহ করছে সেরাম ইন্সটিটিউট। তারা এ টিকার নাম দিয়েছে  ‘কোভিশেল্ড’।

করোন ভাইরাসের টিকা কিনতে ২০২০ সালে নভেম্বরে সেরামের সাথে চুক্তি করে বাংলাদেশ। ২৫ জানুয়ারি নাগাদ করোনা ভাইসের টিকা ‘কোভিশেল্ডর’ প্রথম চালান বাংলাদেশে চলে আসবে বলে আশা করে সরকারের সংশ্লিষ্টরা।

সেরাম ইন্সটিটিউট ইতোমধ্যে ৫ কোটি ডোজ করোন ভাইরাস টিকা ভারতের জন্য মজুত করে ফেলেছে। সেরামের সাথে করা চুক্তি অনুযায়ি বাংলাদেশ কিনবে ৩ কেটি ডোজ।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top