ঠোঁট ফাটা রোধের সহজ উপায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ০১:২৮

ছবি: সংগৃহীত

শীত মানেই শুষ্কতা। এই শীতে আমরা সবাই কমবেশি ঠোঁট ফাটার সমস্যায় ভোগী। এর জন্য ব্যবহার করে থাকি নানা দামি প্রসাধনী। তবে আমরা অনেকেই জানি না ঘরোয়া উপায়ে খুব সহজেই এ সমস্যা থেকে বাঁচা সম্ভব।

চলুন তাহলে জেনে নেই কীভাবে ঘরোয়া উপায়ে এ সমস্যা সমাধান করতে যায়। মধু আমাদের সকলেরই খুব পরিচিত। এর উপকারিতার কথাও অজানা নয় কারোরই।

মধুর ব্যবহারে খুব সহজেই বাঁচা সম্ভব ঠোঁট ফাটার এই সমস্যা থেকে। চলুন জেনে নেই মধুর ব্যাবহার করে কি কি উপায়ে এর সমাধান করা যায়।

প্রথমত, ১ চা চামচ নারিকেল তেল আর ১ চা চামচ চিনি দিয়ে লিপ স্ক্রাব বানিয়ে নিন। কয়েকবার ঠোঁট স্ক্রাব করে ধুয়ে ফেলুন। দ্বিতীয়ত,আধা চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে মধু, অলিভ অয়েল ও চিনি মিশিয়ে ঠোঁটে ঘষুণ। ঠোঁট ধুয়ে লিপবাম ব্যবহার করুন।

নারিকেল দুধ, মধু আর গোলাপজল মিশিয়ে খুব সহজেই লিপ বানিয়ে নিন ক্লিনজার। প্রতিদিন সকালে ঠোঁটে ম্যাসাজ করুন। ১ চা চামচ মধু ও আধা চা চামচ বেদানার রস একসঙ্গে মিশিয়ে ১৫ মিনিট ঠোঁটে লাগিয়ে রাখুন। এর পর ধুয়ে ফেলুন।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top