সম্পর্কে নতুনত্ব বজায় রাখতে যা করনীয়

নিশি রহমান | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২, ০৪:৪৩

কাজের চাপ, সাংসারিক চাপ , সন্তানের পড়াশোনা—সব মিলিয়ে জীবনটা একসময় একঘেয়ে হয়ে যায়। সারাদিন অফিস করে, বাড়ির কাজ সামলে সঙ্গীর সঙ্গে গল্প করারও ইচ্ছা থাকে না। ধীরে ধীরে কখন যে নিজেদের মধ্যে দুরত্ব সৃষ্টি হয় অনেকেই তা বুঝতে পারেন না। সম্পর্কের একঘেয়েমি কাটাতে মাঝেমধ্যে সম্পর্কের যত্ন নিতে হয়। এজন্য কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন- 

নিজেদের মধ্যে সম্পর্কটা সব সময় বন্ধুর মতো রাখুন। একে অপরের সঙ্গে ছোটখাটো ব্যাপার শেয়ার করুন। বন্ধুর প্রয়োজন আমাদের সারা জীবন হয়। তাই বন্ধুত্বের সম্পর্কটা সব সময় নতুন থাকে। এর থেকে একে অপরকে বুঝতেও সুবিধে হয়।

গল্প শুরু করেই সব সময় কথায় চলে যাবেন না। সংসার,  সন্তানের ভবিষ্যত, চাকরির বাইরেও নিজেরা গল্প করুন। নিজেদের ছোটখাটো ভুল গুলো নিয়ে মজা করুন। একসঙ্গে সিনেমা দেখুন। কোনও ভাল বই পড়লে তা একে অপরের সঙ্গে শেয়ার করুন।

যাদের বহুদিন বিয়ে হয়েছে, তারা সম্পর্কে নতুনত্ব আনার জন্যে সঙ্গীর কী পছন্দ সেদিকে খেয়াল রাখুন। গতানুগতিকতা ভেঙে হঠাৎ একদিন একে অন্যকে তার পছন্দের কিছু উপহার দিন।

সব সময় একে অপরের পাশে থাকার চেষ্টা করুন। সঙ্গীকে দোষারোপ করবেন না। সঙ্গী কোনও ভুল করলে তার কারণ খোঁজার চেষ্টা করুন। নতুনত্ব বজায় রাখতে সবসময় নতুন জিনিসের চেষ্টা করুন। আপনার সঙ্গীর পছন্দের কিন্তু আপনার অপছন্দের বলে যে সব জিনিস কখনও করেননি, হঠাৎ সেটা করে সঙ্গীকে সারপ্রাইজ দিন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top