গরমের স্বস্তি তরমুজের লেমোনেড

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১৯:৩৮

ফাইল ছবি

গরম থেকে বাঁচতে তরমুজ লেমোনেড হতে পারে আপনার অন্যতম পছন্দনীয় পানীয়।

তরমুজের রস- ৪ কাপ

বরফ কিউব- ৪ কাপ

লেবুর রস- এক কাপের তিন ভাগের দুই ভাগ

ঠাণ্ডা পানি- ১ কাপ

প্রস্তুতপ্রণালী:

তরমুজের রস ব্লেন্ডারে দিতে হবে। রসে অবশ্যই কোনো বীজ থাকা যাবে না। তারপরে তাতে বরফের টুকরো, লেবুর রস, এবং পানি মিশিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। বরফের টুকরো গুলো ভেঙ্গে গুড়ো হয়ে না আসা পর্যন্ত ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে পরিবেশন করতে হবে ঠাণ্ডা ঠাণ্ডা তরমুজ লেমোনেড ।তরমুজ বাদে  যদি কেও অন্য ফলের লেমনেড তৈরি করতে ছাএ সেটাও প্রয়োজনীয় উপকরন দিয়ে তৈরি করতে পারে। 

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top