ঘরে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২১, ১৯:৪১
![ঘরে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম](https://www.newsflash71.com/uploads/shares/2021/MANGO-ICE-CREAM-SMALLER-2021-05-19-11-40-49.jpg)
সাধারণত দোকান থেকে কিনেই আইসক্রিম খাওয়া হয়ে থাকে। কিন্তু বাজারে এখন পাকা আম সহজলভ্য। তাই চাইলেই কিন্তু আপনি ঘরেই ক্রিম ছাড়া তরল ও গুঁড়ো দুধ দিয়েই তৈরি করে নিতে পারবেন মজাদার ম্যাঙ্গো আইসক্রিম। জেনে নিন রেসিপি-
উপকরণ -
- তরল দুধ ২ কাপ
- গুঁড়ো দুধ ১/৪ কাপ
- কনডেন্সড মিল্ক ১/৪ কাপ ও
- ম্যাঙ্গো পিউরি
প্রস্তুতপ্রণালি -
একটি পাত্রে তরল দুধের সঙ্গে গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিন। আঁচ মাঝারি অবস্থায় রাখবেন। বারবার নাড়তে হবে, তাহলে দুধ ঘন হয়ে যাবে। যখন দুধ জ্বাল দিয়ে ১ কাপ পরিমাণ হয়ে আসবে; তখন নামিয়ে নিন।
এবার দুধটা কিছুটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টা। তারপর ব্লেন্ডারে এক কাপ ম্যাঙ্গো পিউরি ও দুধ ভালো করে ব্লেন্ড করে নিন। দেখবেন ঘন একটি মিশ্রণ তৈরি হয়েছে।
এবার মিশ্রণটি আইসক্রিম তৈরির পাত্রে ঢেলে দিন। এবার ওপর দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে কাঠি ঢুকিয়ে দিন। আইসক্রিম জমাট বাঁধার জন্য ফ্রিজে রেখে দিন ১২ ঘণ্টা।
এভাবেই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে যাবে। এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে ২ মিনিট রেখে দিন। তারপর ফয়েল পেপার তুলে নিন। দেখবেন, দ্রুত আইসক্রিম আলগা হয়ে গেছে।
এ ছাড়াও আইসক্রিমের পাত্রটি ফ্রিজ থেকে বের করার পর একটি পাত্রে জল দিয়ে তার ওপর বসিয়ে রাখতে পারেন। তাহলে দ্রুত আলগা হবে আইসক্রিম। এরপর বের করে পরিবেশন করুন মজাদার ম্যাঙ্গো আইসক্রিম।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ম্যাঙ্গো আইসক্রিম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।