মজাদার স্ট্রবেরি স্মুদি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২১, ২৩:০৪

মজাদার স্ট্রবেরি স্মুদি

গরমে প্রশান্তি আনতে পারে যেকোনো জুস। তেমনি একটি রেসিপি হচ্ছে স্ট্রবেরি স্মুদি। খুব সহজ উপায়ে ঘরে বসেই বানানো যায় এই স্মুদি।

দেখে নেওয়া যাক রেসিপিটি -

উপকরণ

  • ১ কাপ দুধ
  • ১/২ কাপ রোল ওটস
  • ১৪ টা ফ্রেশ স্ট্রবেরি
  • ১/২ চা চামচ ভেনিলা এক্সট্রাক্ট
  • দেড় চা চামচ চিনি

প্রস্তুত প্রণালী

একটি ব্লেন্ডারে দুধ, স্ট্রবেরি একত্রিত করুন। ভ্যানিলা ও চিনি যোগ করুন। মসৃণ হওয়া পর্যন্ত মেশান। এরপর একটি গ্লাসে ঢালুন এবং পরিবেশন করুন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top