পুরোপুরি নিভেনি আগুন, উঠছে ধোঁয়া

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ৬ জুন ২০২২, ২১:৪৫

পুরোপুরি নিভেনি আগুন, উঠছে ধোঁয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৩২ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই ডিপোর একাধিক কনটেইনারে আগুন জ্বলতে দেখা গেছে। ধোঁয়া উড়ছে আকাশে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন সোমবার সকালে জানান, বিএম কনটেইনার ডিপোতে ৫/৬টি কনটেইনারে এখনো আগুন জ্বলছে। কোন কোন কনটেইনার থেকে এখনো ধোঁয়া উঠছে। তবে আজ দুপুরের আগেই ডিপোর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে বলে ফায়ার সার্ভিস আশা প্রকাশ করেছে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নৌপরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ আজ ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে আহতদের দেখতে যাবেন। এছাড়া তাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথেও বৈঠক করার কথা রয়েছে।

শনিবার রাত ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ঘণ্টা দুই পর রাসায়নিক থাকা কয়েকটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে দুই শতাধিক মানুষ আহত হন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ জনের।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top